বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল বশিরুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: আজিজুল হক খোকন'র উপস্থাপনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার এ,কে আজাদ ভুইয়া, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা কৃষি সম্প্রচারণ অফিসার এবি এম খায়রুল আনম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল ও জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
এদিকে সকাল ৯টায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে চিকনাগুল ইউনিয়নের কহাইগড় এলাকায় অবস্থিত গণকবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপেজলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামিন দেবী সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.