রুহুল আমিন,পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিঃস্থ বরিশাল ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, শোক দিবস র্যালী, আলোচনা সভা, দোয়া এবং প্রার্থনা।
দিবসটি উপলক্ষে বুধবার ১৪ডিসেম্বর সকাল ৯.১৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড.মো:আহসানুর রেজা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. ননী গোপাল সাহা।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদের প্রতি শ্রদ্ধা জানান পবিপ্রবির এএনএসভিএম অনুষদের ডিন,জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক, প্রভোস্ট,সহকারী প্রভোস্ট, সহকারী প্রক্টর , শিক্ষকবৃন্দ,বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।
পরে শহিদ মিনারের পাদদেশ থেকে শোক র্যালি বের করা হয়।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।