মোংলা প্রতিনিধিঃ "যুদ্ধ নয় শান্তির বিশ্ব চাই" শীর্ষক আলোচনায় মোংলা পোর্ট পৌরসভার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মোংলা যুব ফোরাম ও দি হাঙ্গার প্রজেক্ট , ব্রেভ অংশীদারিত্ব মূলক এক আলোচনা সভা আজ বিকেল ৪ ঘটিকায় মোংলা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নারিকেল তলায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা যুব ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ পারভেজ খান।
বাংলাদেশের মত উন্নয়নশীল রাষ্ট্রে সংঘাত পূর্ণ পরিবেশ এ দেশের উন্নয়নে অন্যতম বাধাগ্রস্ত হওয়ার কারন , যা এদেশের মানুষদের মধ্যে অশান্তির সৃষ্টি করছে । রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ রক্ষার্থে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয় ।
আলোচনা সভায় দি হাঙ্গার প্রজেক্ট সংস্থার অফিসার জনাব মোঃ মিজানুর রহমান ও শাহ্ আলম শেখ উপস্থিত হয়ে সকলকে অসাম্প্রদায়িক ও ঐক্যের বাংলাদেশ নির্মানে এক হয়ে কিভাবে কাজ করবেন সে বিষয়ে পরামর্শ প্রদান করেন।
সভার সভাপতির বক্তব্যে জনাব মোঃ পারভেজ খান বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জীবন মান উন্নয়নে সোনার বাংলা করতে চেয়েছিলেন যা তার কন্যা ইতিমধ্যে সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর দ্বারপ্রান্তে আছে দেশ। তবে কিছু অপশক্তি যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করে দেশকে পিছিয়ে দেবার চেষ্টা করছে তাদের রুখে দিতে হবে।
সভা শেষে সংঘাত নয়,ঐক্যের বাংলাদেশ নির্মানে ও স্বপ্ন সোনার বাংলা নির্মানে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয় ।
উক্ত আলোচনা সভায় মোংলা যুব ফোরামের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.