রোকন উদ্দিন,তাহিরপুর,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ,প্রশাসন,পুলিশ,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীগন।
এসম উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি,পুলিশ সার্কেল শাহিদুর রহমান,ওসি সৈয়দ ইফতেখার হোসেন,কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দৌলা,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পন শেষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজন মহান বিজয় দিবসের কুচকাওয়াজ শরীরচর্চা প্রদর্শনী ও ক্রিড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। তাদের মধ্যে ব্যতিক্রমী শরীরচর্চা প্রদর্শনী করে উপজেলার জয়লান আবেদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপস্থিত দর্শকরা তাৎক্ষনিক ১৯৭১সালের দিন গুলোতে ফিরে যান। তাদের ব্যতিক্রমী শরীরচর্চা প্রদর্শনে মুগ্ধ হয় উপস্থিত সবাই।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.