রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁও,নারায়ণগঞ্জঃ মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫১ বছর পূর্তির দিন আজ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বিজয় দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম পি লিয়াকত হোসেন খোকা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম।
১৬ই ডিসেম্বর সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্কুল গুলোর শিক্ষার্থীরা একে একে জমায়েত হয় শেখ রাসেল ষ্টেডিয়ামে। কুচকাওয়াজ ও শরীর চর্চা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযাদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথি বৃন্দগন। সেই সাথে ২৬৩টি শাল সকল মুক্তিযাদ্ধাদের উপহাড় দেন উপজেলা প্রশাসন এবং অসুস্থ মুক্তিযাদ্ধাদের মাঝে ৫ টি হুইল চেয়ার বিতরণ সহ ৪৪টি শাড়ী উপহার দেয়া হয় মহিলা মুক্তযোদ্বাদের মাঝে। এছাড়াও ১৮ লক্ষ টাকা ১২০ জন মহিলা কে ক্ষুদ্র ঋন প্রদান করা হয় জাতীয় মহিলা সংস্খার পক্ষে হতে।জনের মধ্যে।