মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধিঃ ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫শে মার্চে গণহত্যা শুরু হলে ২৬শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হৃদয়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, ডোমার উপজেলা শাখা কমিটির সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, সাধারণ সম্পাদক নুর কাদের সরকার ইমরান, সহ-সাধারণ সম্পাদক সিহাব হাচান শাসন, প্রচার সম্পাদক বাসুদেব রায়, দপ্তর সম্পাদক মো. শাহীন আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমির রহমান রিশাদ, কার্যকরী সদস্য মো. নাজমুল আলম প্রমূখ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ।
এ ছাড়া ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন
১৯৭১ সালের আজকের এই দিনে বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করে ছিল বাঙালি জাতি।
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম অন্তর্ভুক্ত করার দিন।
সারাদেশের মানুষ আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে ও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
এইদিন বাঙালিরা বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌমত্বের ভূখণ্ডেরর নাম জানান দেয়ার দিন আজ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.