মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ মহান বিজয় দিবসে পাহাড়ের অবহেলিত অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে খাগড়াছড়িতে সীমান্ত রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ ৪০ বিজিবি। শুক্রবার সকালে পলাশপুর জোন ৪০ বিজিবি এর উদ্যোগে পলাশপুর জোন সদরে এবং বিভিন্ন বিওপিতে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান, এফসিপিএস, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন, সুবেদার মেজর নুরুল ইসলাম এবং ব্যাটালিয়নের অন্যান্য পদবীর সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ ।
বিজিবি জানায় দুই শতাধিক গরীব দুঃস্থদের মাঝে কম্বল বিতরন এবং প্রায় ২শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.