শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শাহজাদপুরের থানা মুক্তিযোদ্ধা কমান্ডের যুদ্ধকালীন অধিনায়ক, স্বাধীনতা পরবর্তীতে শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়ন ও টাউন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল বাকী’র নামে সড়কের ফলক উম্মোচন করা হয়। ফলক উম্মোচনের মাধ্যমে শাহজাদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের রামবাড়ী মহল্লার প্রধান সড়কটির (মনিরামপুর থেকে রামবাড়ী হয়ে বিসিক বাসট্যান্ড সংলগ্ন প্রগতি সংঘ পর্যন্ত) নাম ‘বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল বাকী সড়ক’ নামে নামকরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সড়কের নামকরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উম্মোচন করেন পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবু শামীম সুর্য, উপজেলা আওয়ামী লীগের যুুগ্ম-সাধারন সম্পাদক এবং শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ ও শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক আনোয়ার হোসেন, উপজেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গণি চৌধুরী শুভ্র, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হাসান কাহার, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল বাকির ছেলে মির্জা শাহীদ ফরহাদ রাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ফলক উম্মোচনকালে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, ‘পর্যায়ক্রমে পৌর এলাকার সকল সড়ক মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে।’
উল্লেখ্য, শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রয়াত মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল বাকী মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পলাশডাঙ্গা যুব শিবিরের সাব-সেক্টর কমান্ডার ও শাহজাদপুর থানা অঞ্চলের কমান্ডার ছিলেন। পৌর এলাকার রামবাড়ী মহল্লার বাসিন্দা মির্জা আব্দুল বাকী ২০১৬ সনের ২৩ মে মৃত্যুবরণ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.