লিটন পাঠান,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে জয় লাভ করে। উক্ত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান অপরিসীম। মুক্তিযুদ্ধে অনেক পুলিশ সদস্য সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। যাদের মধ্যে অনেকই শহীদ হন এবং অনেক সদস্য বীরত্বপূর্ণ ভূমিকার জন্য খেতাবপ্রাপ্ত হন। তাঁদের এই অবদানকে স্মরণ করার লক্ষ্যে হবিগঞ্জ জেলার ১৫জন পুলিশ মুক্তিযোদ্ধাগণকে অদ্য শনিবার (১৭-ডিসেম্বর) জেলা পুলিশ হবিগঞ্জ কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়। এছাড়াও জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হবিগঞ্জ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অত্র জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.