মাসুম বিল্লাহ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের লটারীর মাধ্যমে বিভিন্ন শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে ৩৭৫ জন শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, ডিএমপির সহকারী কমিশনার সুজানা।
লটারীর মাধ্যমে শিক্ষার্থী বাছাই কার্যক্রমের উদ্বোধনকালে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেন, লটারী একটি পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির জন্য বাছাই করা হয়। ভর্তি আসন ফাঁকার বিপরীতে যখন অতিরিক্ত শিক্ষার্থীদের ভর্তির চাহিদা থাকে তখন এই পদ্ধতি গ্রহন করা হয়। আজকের এই লটারী কার্যক্রমে অভিভাবকদের উপস্থিতি প্রমাণ করে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ জেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করে। শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনায় নির্দেশিত করে থাকেন এই প্রতিষ্ঠানের শিক্ষকরা। দেশের নামকরা প্রতিষ্ঠানে প্রতিবছর এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভর্তি হয়ে নিজের, পরিবারের, সমাজের, সর্বোপরি দেশের একজন সুনাগরিক হয়ে উঠছে। যারা আজ এখানে ভর্তির সুযোগ পেয়েছে সেসব শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন।
২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ভর্তির সুযোগ পেয়েছে ৩৭৫ জন, অপেক্ষমাণ রয়েছে মোট ৭৫ জন। এরমধ্যে নার্সারীতে ১০০ জন, অপেক্ষমাণ রয়েছে ১০ জন, কেজি শ্রেণিতে ২০ জন, অপেক্ষমাণ ১০জন, ১ম শ্রেণিতে ১২ জন, অপেক্ষমাণ রয়েছে ৫ জন, ২য় শ্রেণিতে ৪৫ জন, অপেক্ষমাণ রয়েছে ১৫ জন, ৩য় শ্রেণিতে ১০০ জন, অপেক্ষমাণ রয়েছে ২০ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ৭০ জন, অপেক্ষমাণ রয়েছে ১০ জন, ৭ম শ্রেণিতে ৮ জন, অপেক্ষমাণ রয়েছে ৫ জন, নবম শ্রেণির মানবিক শাখায় ১০ জন, অপেক্ষমাণ রয়েছে ৩ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ১০ জন, অপেক্ষমাণ রয়েছে ৯ জন। ভর্তি লটারী কার্যক্রমে অনুষ্ঠানের অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহন করেন।
ভর্তি কার্যক্রমের সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০২৩ ইং ভর্তি কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম, আনজুয়ারা খাতুন, কাজী মুনজুরুল হক, আব্দুল করিম, গৌরাঙ্গ কুমার, মিতা শারমিন, শরমিলা আকতার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.