আবু সায়েম আকন,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলা সদরের বাইপাস মোড়ের মৃত মোহাম্মদ মৃধার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিলন মাহমুদ বাচ্চুর বাড়িতে মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার ছোট মেয়েকে নিয়ে মিলন মাহমুদ বাচ্চু ঢাকায় যায়। রাতে বাসায় তার সহধর্মিনি মাহমুদা খানম একা ছিল। সে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। গভীর রাতে ভবনের পিছনে রান্নাঘরের খোলা জানালা থেকে কৌশলে দরজার সিটকানি খুলে ভিতরে প্রবেশ করে ৮/১০জনের একটি ডাকাত দল। এ সময় মাহমুদাকে বেধে ভবনের মধ্যে তান্ডব চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় তারা।
চেয়ারম্যানের সহধর্মিনি শিক্ষিকা মাহমুদা খানম জানায়, ঘুমের মধ্যে রাতের কোন এক সময় ডাকাত দল তার বেডরুমে ডুকে গলায় চেইন টান দিয়ে নিলে তার ঘুম ভেঙ্গে যায়। এ সময় মুখোশ পড়া ৮ জনের একটি ডাকাত দল রুমের লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে তার হাত মুখ বেধে ফেলে। পরে প্রতিটি রুমে তান্ডব চালিয়ে সব ভাংচুর করে নগদ ৫০ হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণালঙ্কার সহ আরো মালামাল হাতিয়ে নিয়ে চলে যায় ডাকাতরা।
রাজাপুর থানা ওসি তদন্ত মো. মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। তবুও অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.