মোঃ মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলাধীন কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ড তোরাবগঞ্জ বালিকা দাখিল মাদরাসায় শিক্ষার্থী বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র মাদরাসার সুপার মাওঃ মোঃ মোস্তফা কামাল।
এসময় তিনি বলেন, সকল মুসলিম নর নারী উপর দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ, আপনাদের সকলের প্রচেষ্টায় এবং এলাকাবাসীর উদ্বেগে আমাদের মাদরাসাকে এগিয়ে নিতে পারব ইনশাআল্লাহ। তাই আমি শুধু চাই আপনাদের সার্বিক সহযোগিতা।
তোরাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ লুতফৎর রহমান হাওলাদারের সভাপতিত্বে ও তোরাবগঞ্জ বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মিজানুর রহমান সেলিম এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল- আযহারী, নরসিংদী লাখপুর কামিল মাদরাসার প্রভাষক অত্র মাদরাসার সমন্নয়ক মাওঃ মোঃ আবুল কালাম আজাদ, ধলীগৌর নগর ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমান, মজমের হাট ফাজিল মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ আবুল বাশার,ডাওরী হাট ফাজিল মাদরাসার শিক্ষক মাওঃ মোঃ আবু জাফর, বাংলাদেশ আওয়ামী লীগ কালমা ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শালেম শরীফ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ শাহে আলম বয়াতী প্রমুখ ।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোঃ আবদুল বাশেদসহ মাদরাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের সভাপতি মাওঃ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল- আযহারী।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.