স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন হবে আগামীকাল শনিবার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একদিনের এই আয়োজন ঘিরে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে র্যাব। শুক্রবার (২৩শে ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে পরিদর্শনে গিয়ে এ কথা বলেন, র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
তিনি জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তারপরও, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সুইপিং টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট-সহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। বাইরে থেকে যাতে অন্য মহল সুযোগ নিতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকার কথা জানান র্যাব মহাপরিচালক।
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল সকাল সাড়ে ১০টায় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অধিবেশন শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। কাউন্সিল অধিবেশনে দলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। কিছুটা সময় নিয়ে পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।
সারাদেশ থেকে সাড়ে সাত হাজার কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেটসহ আমন্ত্রিত অতিথি ও ৫০ হাজার নেতাকর্মী মিলিয়ে লক্ষাধিক লোক সম্মেলনে যোগ দেবেন। তবে এবার বিদেশি কোনো অতিথিকে আমন্ত্রণ জানাবে না আওয়ামী লীগ। বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা আমন্ত্রণ পেয়েছেন। এ ছাড়া বরাবরের মতো বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আমন্ত্রণ পাবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.