হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ দ্রুত এই সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সহ সকল নেতৃবৃন্দর মুক্তি সহ ১০ দফা দাবিতে মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরের কাথুলী সড়ক থেকে গণমিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কাথুলী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতা মাসুদ অরুন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম সহ আরো অনেকে।
সমাবেশে সাবেক সাংসদ মাসুদ অরুন বলেন- শতবাধা পেরিয়ে বিভাগীয় সমাবেশ শেষে ১০ ডিসেম্বর ঢাকায় রক্তপাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সমাবেশ প্রমান করেছে বিএনপি অপ্রতিরোধ্য। তাই এই সরকারকে বিএনপি দাবী মানতেই হবে। অন্যথায় কোন নির্বাচন হবে না।
কারণ বিএনপি’র ১০ দফা দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা, আইনের শাসন, মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা সহ একটি কার্যকর জবাবদিহিতামূলক রাস্ট্রব্যবস্থা নিশ্চিতকরণের দাবী এটা। তিনি বলেন- তাই কালক্ষেপন না করে অবিলম্বে বেগম খালেদা জিদা সহ কারাবন্দি সকল নেতাদের মুক্তি দিয়ে গণতান্ত্রিক আচরণের পথ বেছে নিয়ে দেশকে সংঘাতের হাত থেকে মুক্ত করতে সরকারকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.