এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত রংধনু গুনিজন সম্মাননা, শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়।
অদ্য ২৪ ডিসেম্বর ২০২২ইং রোজ শনিবার বিকেএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে রংধনু উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি শাহিন আলম এর সভাপতিত্বে বিকাল ৩ ঘটিকায় প্রথমে গুণীজন সংবর্ধনা মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়। গুণীজন সংবর্ধনা দেওয়া হয় অত্র ইউনিয়নের মনোহরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম মন্ডল কে একটি ক্রেস্ট প্রদান করেন রংধনুর উন্নয়ন সংস্থার সভাপতি শাহিন আলম ও সাধারণ সম্পাদক রায়হান আলী।
দ্বিতীয় পর্বেঃ শিক্ষায় শান্তি শিক্ষায় প্রগতি এই লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারেও শিক্ষাবৃত্তি আয়োজন করা হয়। উক্ত শিক্ষাবৃত্তি আয়োজনে পলাশবাড়ী উপজেলার মোট ৩১ টি স্কুলের ৫৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেন পঞ্চম শ্রেণিও অষ্টম শ্রেণীর মেধা তালিকায় ৯জন শিক্ষার্থীকে শিক্ষা সনদ, নগদ অর্থ ও একটি ক্রেস্ট, ৩টি গাছ ও বই, প্রদান করা হয়।
উক্ত ৯ জন শিক্ষার্থীরা হলেন *প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরি,
প্রথম স্থানঃ আবিদা তাসনিম প্রিয়ন্তী, খামার বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
দ্বিতীয় স্থানঃ জয়া সাহা, বিরামের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
তৃতীয় স্থানঃ সোহান শেখ, তালুকজামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
*পঞ্চম শ্রেণি কিন্ডারগার্টেন ক্যাটাগরি থেকে ৩ জন তারা হলেন।
প্রথম স্থান যৌথঃ মাছুমা তাবাসসুম, প্রমিজ কিন্ডারগার্ডেন স্কুল,
প্রথম স্থান যৌথঃ ইফতেখার আহমেদ (ফাহিম), এস কে এস স্কুল এন্ড কলেজ,
তৃতীয় স্থানঃ রিমন মিয়া, বিকেএস মডেল স্কুল এন্ড কলেজ।
অষ্টম শ্রেণী ক্যাটাগরি থেকে ৩জন তারা হলেনঃ
প্রথম স্থানঃ সাফিয়া শ্রাবন্তী ঝুমুর, তালুক জামিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,
দ্বিতীয় স্থানঃ শাহা তানভীর রহমান( প্রবাল), প্রমিজ কিন্ডার গার্ডেন স্কুল।
তৃতীয় স্থানঃ সানজিদা আক্তার লিজা, বিকেএস মডেল স্কুল এন্ড কলেজ।
সর্বশেষঃ সকল অংশগ্রহণের স্কুলের মেধা তালিকায় প্রথম স্থান কারী কে তিনটি ফলজ, বনজ ও ঔষধি গাছ দুটি করে বই উপহার দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানের স্পন্সর করেছেন যারাঃ এজিএস সংস্থা,
মাহিন সুপার আইসক্রিম,
সাথী মেডিকেল স্টোর,
এস এম ডেকোরেটর,
ফরহাদ ইলেকট্রনিক এন্ড হার্ডওয়্যার ,
আশিক জুয়েলার্স,
বিকেএস শিক্ষা পরিবার,
আসিফ ক্রোকারাইজ,
মাস্টার লাইব্রেরি,
এবং রেইনবো ট্রাভেল'স
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংধনু উন্নয়ন সংস্থার সভাপতি সাধারণ সম্পাদক সহ রংধনু উন্নয়ন সংস্থার সকল সদস্যবৃন্দ ও রংধনু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি উৎপল মন্ডল সাধারণ সম্পাদক রাজু আহমেদ কে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.