নিজস্ব প্রতিবেদকঃ রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখার অন্যতম সদস্য মাওলানা কাজী মুহাম্মদ সাইফুদ্দিন রহ.'র ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়েছেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলাওয়ার দা.বা.।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৮ টায় হৃদরোগে ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (২৪ ডিসেম্বর '২২ ইং) শনিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় হাফেজ মাওলানা দেলাওয়ার বলেন,। ‘ইসলামী শিক্ষা, তাহযিব-তামাদ্দুন বিস্তার অবিস্মরণীয় ভূমিকা রয়েছে।
বিশেষতঃ আমাদের কলঘরস্থ যে কোন, দীনি কাজে অগ্রণী ভূমিকা রেখে গেছেন।
তিনি কলঘরবাজার ইসলামী মহা সম্মেলনের অমৃত্যু প্রবীণ সদস্য ছিলেন,অসংখ্য দ্বীনি কাজে অনেক অবদান আছে, সদালাপী, সজ্জন, উদার বড় উদার মনের মানুষ কাজী সাহেব রাহ.'র আকস্মিক ইন্তেকালে রামুতে জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।,তিনি গতকাল সম্মেলনের চাদাঁ নিজ উদ্দ্যেগে অফিসে পাঠিয়ে দিলেন এবং তার একজন সন্তান কুরআনের হাফেজ হচ্ছে আমার পরিচালনাধীন, রামু কলঘরবাজার সংলগ্ন হযরত ওমর ফারুক রা.মাদরাসায়।
তিনি আজ টেকনাফে একটি প্রোগ্রাম শেষ করে এশার নামায আদায়ের জন্য মসজিদে অবস্থানকালে হঠাৎ অজ্ঞান হয়ে ঢলে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি তার মমতাময়ী মা, তিন ছেলে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তাহার বয়স ৫০ বছর।
আগামীকাল ২৫ ডিসেম্বর (রবিবার) সকাল ১০ টায় রামু চাকমারকুল মাদ্রাসা মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে মাওলানা কাজী মুহাম্মদ সাইফুদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ কক্সবাজার জেলা শাখা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখা।
মারকাযুশ শাইখ আহমদ শফি কক্সবাজার।
প্রমুখ।
মাওলানা কাজী মুহাম্মদ সাইফুদ্দিনের রহ.-এর মাগফিরাত কামনা করে আজ বাদ এশা রামু কলঘরবাজার সংলগ্ন হযরত ওমর ফারুক রা.মাদরাসায় দু'আ মাহফিল অনুষ্ঠিত হয়।
জামিয়ার সকল শিক্ষক, ছাত্র সকলে হযরতের মাগফিরাত কামনা করেন।
শোক সন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.