হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’। মেহেরপুর জেলার খ্রিষ্ট ধর্মের মানুষেরাও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মাধ্যমে দিনটি উদযাপন করছে। ভবেরপাড়া, বল্লভপুর,রতনপুর সহ বিভিন্ন গির্জায় বড়দিনের প্রার্থনা সভার আয়োজন করা হয়।
বড়দিনের প্রার্থনায় নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষরাই প্রাথনা করে। তারা অভিন্ন কণ্ঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। বড়দিন উদযাপন উপলক্ষে সকল গির্জা আলোকসজ্জা করা হয়। বাড়িতে বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানো, গো-শালা তৈরি, পিঠা তৈরি,৬ দিনের মেলা সহ নানা আয়োজনে খ্রিস্টান বাড়িগুলো হয়ে উঠে উৎসবমুখর।
এই বিষয়ে সংকর বিশ্বাস বলেন, খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশু খ্রিষ্ট জন্ম নিয়েছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.