সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ কুড়িগ্রামে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ইজতেমা। তিন দিনব্যাপী ইজতেমায় প্রায় দুই লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে।রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম রহ. জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হয়। এ সময় আগত মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।তিন দিনের ইজতেমায় প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমসহ অনেকে।মোনাজাতের আগে চরমোনাই পীর বলেন, জনগণ সব ক্ষমতার উৎস হতে পারে না, আল্লাহ তাআলাই সব ক্ষমতার উৎস। এ বিশ্বাস সকল মুসলিমকেই লালন করতে হবে। নিয়তের পরিশুদ্ধতা না থাকলে ইবাদত কবুল হবে না।
এছাড়া তিন দিনব্যাপী বয়ানে ছিলেন কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, নও মুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মুফতী রেজাউল করীম আবরার, রংপুর বিভাগীয় মুজাহিদ কমিটির সদর জয়নুল আবেদীন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.