বিশেষ প্রতিবেদকঃ গত ২৩/১২/২০২২ তারিখ টেকনাফ উপজেলার বহুমুখী সামাজিক প্রতিষ্ঠান হ্নীলা গুলফারাজ-হাশেম ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় হ্নীলা উম্মে সালমা রা. ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। টেকনাফ উপজেলার উল্লেখযোগ্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় হ্নীলা উম্মে সালমা রা. ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা থেকে অষ্টম শ্রেণিতে ১৪ জন এবং পঞ্চম শ্রেণিতে ১০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে অষ্টম শ্রেণিতে ১ জন ট্যালেন্টপুলসহ দুজন শিক্ষার্থী এবং পঞ্চম শ্রেণিতে একজন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, রাহমা আক্তার (ট্যালেন্টপুল), রিজা (সাধারণ) ও আসমা (সাধারণ)। উল্লেখ্য, হ্নীলা উম্মে সালমা রা. ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা ইতিপূর্বেও সরকারি ও বেসরকারি বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সম্পূর্ণ নারীবান্ধব পরিবেশে প্রতিষ্ঠিত এ মাদরাসাটির পড়াশোনার মান অনেক উন্নত এবং তা দিনদিন আরও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ মাদরাসাটির পড়াশোনার মান ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা এনামুল হক মনজুর শিক্ষার্থীদের সাফল্য দেখে অনেক আনন্দিত হয়েছেন এবং ভবিষ্যতে সফলতার এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য সকলের কাছে দোয়া প্রার্থন করেছেন।