মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আতিকুল ইসলাম এর নেতৃত্বে সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম প্রযুক্তির সাহায্যে ইতঃ পূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে নভেম্বর -ডিসেম্বর/২২ মাসে বিভিন্ন ব্র্যান্ডের ১০০ টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন। এছাড়া বিভিন্ন নম্বরে বিকাশের টাকা ভুলবশতঃ অথবা প্রতারণার মাধ্যমে অন্য নম্বরে চলে যাওয়া সর্বমোট =২,৭৫,৪০০/- (দুই লক্ষ পঁচাত্তর হাজার চার শত টাকা) উদ্ধার করেন।
উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা অদ্য ২৬ ডিসেম্বর ২২ তারিখে পুলিশ সুপার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।মোবাইল ফেরত পেয়ে ভিকটিমগণ সন্তুষ্টি প্রকাশ করে এবং পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে মোবাইল হারিয়ে বা চুরি হয়ে গেলে জিডি কিংবা মামলা করার জন্য পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এস এম জাহিদ বিন আলম, ডিআইও-১,ডিএসবি,জনাব শ্যামল কুমার চৌধুরী, টিআই,ট্রাফিক বিভাগ,সাতক্ষীরা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.