স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের বড়বাঁক আশ্রয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, পৌকশলী শফিকুল আজম। ২৬ ডিসেম্বর সোমবার দুপুরের দিকে দুটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
বড়বাঁক এলাকার আশ্রায়ণ প্রকল্প নির্মাণ কাজ পরিদর্শন শেষে কাজের মান এবং সাূবিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন তারা।
এ সময় নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন, আপনারা জানেন এটি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর। এখানে একটি টাকাও নয়ছয় করার সুযোগ আমি কাউকো দিবনা।পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন, আশ্রায়নের অধিকার’ শেখ হাসিনার উপহার ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাংলাদেশের কোথাও গৃহহীন এবং ভুমিহীন থাকবেনা। তাদের সবাইকে পর্যায়ক্রমে বসবাসের জন্য নিরাপদ বাসস্হানের ব্যবস্হা করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দশমিক ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন।