এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুবুর রহমান বিএসএফের ভারত হিলি ক্যাম্প কমান্ডার রোমানি সাহার হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তারা কুশল বিনিময় করেন।
এসময় সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে যেন সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে-এ লক্ষ্যে হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দু বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.