সাগর আহমেদ,বাগেরহাট,ফকিরহাট প্রতিনিধিঃ কনকনে শীতে চরম বিপাকে পড়ছে ফকিরহাট উপজেলার গরিব-অসহায় শীতার্ত মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষেরা,গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে রাতে কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আনোয়ার হোসেন
মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) রাতে ফকিরহাটের বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও অসহায় লোকদের খুঁজে খুঁজে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার, হঠাৎ শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় ফকিরহাটের ডাকবাংলা মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনোয়ার হোসেন বলেন, প্রচণ্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে একটা করে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব বলে আমি মনে করি। শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।