এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে প্রতিদ্বদ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অলিউর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পুলিশ সুপার কামাল হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা অঞ্চল ও রিটার্নিং অফিসার গাইবান্ধা-৫ শূন্য আসন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রতিদ্ব›দ্বী ৪ প্রার্থী, ফুলছড়ি-সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলছড়ি-সাঘাটা থানার অফিসার ইনর্চাজসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় রাশেদা সুলতানা বলেন, আমরা চাইবো মানুষের ভোটাধিকার যেন সংরক্ষিত হয়।ভোটারদের ভোটাধিকার যেন নিশ্চিত হয়,এজন্য নির্বাচন কমিশন বদ্ধ পরিকর,এবং জাতীয় নির্বাচনটি যাতে সুন্দর, স্বাভাবিক, অবাধ এবং উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রার্থীরাসহ আমরা যারা নির্বাচন সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত আছি তারা যেন আইন মোতাবেক দায়িত্ব পালন করি এবং সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.