শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিশ্বকবি, কবিগুরু রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনোর সমন্বয়ে অবহতিকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮শে ডিসেম্বর (বুধবার) সকাল ১০ ঘটিকায় শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
প্রত্নতত্ত অধিদপ্তর রবীন্দ্র কাছারি বাড়ি কার্যালয়ের
কাস্টোডিয়ান কার্যালয় আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়ান মোঃ আবু সাঈদ ইনাম তানভীরুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , শাহজাদপুর সহকারি কমিশনার ( ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার ওসি ( অপারেশন) আব্দুল মজিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাষ্ট্র ও জনগণের সেবক, জনগণেরও উচিত যথাযথ আইন মেনে চলে রাষ্ট্রের উন্নয়নে অংশীদারিত্ব পালন করা। তিনি আরো বলেন, রাষ্ট্রের সকল পর্যায়ের ব্যক্তির উচিত যথাযথভাবে আইন মেনে চলা।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,স্কলার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাংবাদিক ও সমাজকর্মী মির্জা হুমায়ুন, শাহজাদপুর অফিসার্স ক্লাবের সদস্য শফিউল ইসলাম, শাহজাদপুর প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আল-আমিন হোসেন প্রমুখ।
উক্ত সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনের সমন্বয়ে অবহতিকরন সভায় সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.