নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ফার্স্টের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যাটাচমেন্ট প্রোগ্রামের সনদ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) মিরপুরের একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট শেষ করা চার শতাধিক শিক্ষার্থী সনদ গ্রহণ করেন।
টেকনো ফার্স্ট লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহ্ আলম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের বাবা আবদুল মোতালেবকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সভাপতির বক্তব্যে টেকনো ফার্স্ট লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, প্রায় চার শতাধিক শিক্ষার্থী ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট সম্পন্ন করে সনদ গ্রহন করেছেন। বীর মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দীন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দেশ গড়ায় ভুমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য অধ্যাপক শাহ আলম চৌধুরী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পাস করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাইল ফলক হিসেবে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা দিচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের ল্যাব সুবিধা আধুনিক এবং বিশ্বমানের।
অনুষ্ঠানে ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর আবদুল বাসেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.