মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক ট্রন্সফরমারের কয়েল চুরি করে পালানোর সময় ২ যুবককে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে ৩১ ডিসেম্বর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। আটককৃতরা হলেন-- পীরগঞ্জ উপজেলার কানাড়ি গ্রামের মহির উদ্দীনের ছেলে রুবেল ও মালগাও গ্রামের মোস্তফা আলীর ছেলে দুলাল রানা। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পীরগঞ্জ উপজেলার দক্ষিন মালঞ্চা (কামাতপাড়া) গ্রামের মৃত ভগত চন্দ্র রায়ে ছেলে মলিন চন্দ্র রায়ে বাড়ির পাশে^ বৈদ্যুতিক পিলারে তার একটি ৫ কেভিএ বৈদ্যুতিক ট্রন্সফরমার লাগানো ছিল। ৩০ ডিসেম্বর শুক্রবার রাত দেড়টার দিকে আটক হওয়া রুবেল ও দুলাল পিলারে উঠে ঐ ট্রন্সফরমারের কয়েল খুলে নিয়ে বাই সাইকেল যোগে পালানোর সময় মলিন চন্দ্র সহ এলাকার লোকজন তাদের ধাওয়া করে। পরে বড়বাড়ি এলাকায় টহল রত গ্রাম পুলিশ আব্দুর রশিদ ও কামিনী কান্তের সহযোগীতায় তাদের আটক করে জনতা। পরে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ্দ করা হয়। আটকের সময় তাদের কাছে ৫ কেভিএ দুটি ট্রান্সফরমারের কয়েল পাওয়া যায়। থানায় আটককৃতরা জানায়, তারা বেশ কিছুদিন ধরে ট্রন্সফরমার ও পাম্পের কয়েল চুরি করে বিক্রি করে আসছেন। চুরি করা বৈদ্যুতিক মালামাল তারা শহরের মাস্টার মোড় এলাকার ভাংড়ি ব্যবসায়ী মানিকের নিকট বিক্রি করেন। ঐ ২ জন সহ ভাংড়ি ব্যবসায়ী মানিককে আসামী করে থানায় চুরি মামলা রুজু করা হয়েছে। আসামীদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান থানার ওসি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.