গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে।রোববার গাইবান্ধা শহরের কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক শ্রেনি হতে ৫ম শ্রেণি এবং সরকারি বালক বিদ্যালয়ে ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুুব আরা বেগম গিনি এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোছা. রোকছানা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলাম, অধ্যক্ষ মাজহার-উল- মান্নান, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল ইসলাম, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু প্রমুখ।
হুইপ বলেন, র্স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে শিশুেেদর সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত থাকতে হবে। দেশ প্রেম আদর্শে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নতুন বছরের উপহার হিসেবে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, প্রাথমিক স্তরে প্রাক শ্রেনি হইতে ৫ ম শ্রেনি পর্যন্ত ১ হাজার ৪শ’ ৬৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২২ লাখ ৭৬ হাজার ৬শ’ টি বই বিতরণ করা হবে।
এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন, মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী ও কারিগরি ট্রেডে ৪৬ লাখ ১৬ হাজার ৮শ’ ৩৫ টি বইয়ের চাহিদা মোতাবেক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.