মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০২জানুয়ারি-২০২৩ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে ও সাতক্ষীরার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ। সমাজসেবা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, প্রশিক্ষণাথীদের মাঝে সার্টিফিকেট বিতরণ, চেক বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমাজসেবার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সমাজসেবা রেজিষ্ট্রেশন অফিসার তরিকুল ইসলাম। আলোচনা সভা ও উপকরণ বিতরণ শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এসময় সমাজসেবা কাযালয়ের কমকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমগ্রঅনুষ্ঠান স ালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.