লিটন পাঠান,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা ও নগদ টাকা এবং জুয়া খেলার উপকরণসহ চার জুয়াড়ি গ্রেফতার হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র দিকনির্দেশনায় মঙ্গলবার (৩-জানুয়ারী) রাত আড়াইটায় এসআই সন্তোষ চৌধুরী একদল পুলিশ নিয়ে ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নের গরীব হোসেন মহল্লার সাজ্জাত হোসেন (৪০)-এর বসত ঘরের সামনের রাস্তায় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটের ভেতর থেকে একটি কালো রঙয়ের বায়ুরোধক পলিথিনের প্যাকেটে রক্ষিত অবস্থায় ৩০ পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
এছাড়া মাদক বিক্রির নগদ আরও ৬ হাজার টাকাও তার কাছ থেকে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকাসহ মাদক বিক্রেতা সাজ্জাতকে গ্রেফতার করে সেখান থেকে থানায় নিয়ে আসা হয়। পরে সাজ্জাতের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়, এদিকে গত সোমবার (২-জানুয়ারী) রাত পৌনে ৯টায় এএসআই রিমন ঘোষ একদল পুলিশ নিয়ে ৮নং খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামের চামাড় দিঘীর পাড়ের দক্ষিণে খোলা জায়গায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় গুনই দক্ষিণ গ্রামের বাছির বাঙ্গালীর পুত্র জুয়াড়ী মোঃ জসিম বাঙ্গালী (২০)
মুজিবুর রহমান চৌধুরীর পুত্র শাহজাহান চৌধুরী (৫২), গুনই দক্ষিণ কুমার বাড়ীর মৃত খোকা সূত্রধরের পুত্র সুশান্ত সূত্রধর (৩০) ও গুনই দক্ষিণ গাঙপাড় এলাকার রাজা মিয়ার পুত্র সফর উদ্দিন (৪০) কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে জুয়া খেলার ২ হাজার ৩শ টাকা এবং এক বান্ডেল ও ছিটানো ৫ পিস তাসসহ জুয়ার আসর থেকে জব্দ করা হয় পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.