মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুরে অসুস্থ তিন ব্যক্তিকে হুইল চেয়ার দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে তার নিজ তহবিল থেকে তিনি হুইল চেয়ার প্রদান করেন। হুইল চেয়ার প্রাপ্তরা হলেন উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর গ্রামের নুরজাহান, ফুলবাড়ী গ্রামের খাদিজা খাতুন, কাফুড়া পূর্ব পাড়া গ্রামের সাগর হোসেন । উক্ত হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে আলহাজ্ব দবিবুর রহমান সহ গাড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমান,প্রভাষক আব্দুল্লাহ আল মুস্তাফিজ নাসিম,আনিসুর রহমান,পিসি ডাক্তার আবুল কালাম আজাদ,আলহাজ্ব ফজলুর রহমান, কারী তবিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এবিষয়ে জানতে চাইলে আলহাজ্ব দবিবুর রহমান বলেন, আল্লাহর রহমতে সবসময় আমি ব্যক্তিগত ভাবে সামাজিক উন্নয়ন মূলক কাজ করে থাকি এবং অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। হুইল চেয়ার প্রদানের পাশাপাশি এবার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতারণ করেছি। তিনি আরো বলেন, সমাজের সকল বিত্তবান শ্রেণির সবাই সামাজিক কাজে এগিয়ে আসে তাহলে সমাজে অসহায় মানুষ থাকবেনা।
হুইল চেয়ার প্রাপ্ত খাদিজা খাতুন সাগর হোসেন আনন্দে অশ্রুসিক্ত হয়ে বলেন আগে চলাফেরা করতে অনেক কষ্ট হতো। একা একা কোথাও যেতে পারতামনা। হুইল চেয়ার পেয়ে অনেক ভালো হল এখন চলাফেরা করতে সুবিধা হবে এবং বিভিন্ন জায়গায় যেতে পারবো বলে অভিব্যক্ত করেন তারা।