আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ গতকাল ০৩ জানুয়ারি মসজিদের ইমামের বিদায়ে বিরল সম্মাননা জানালেন চট্টগ্রাম নগরীর খুলশী কলোনি বায়তুল জান্নাত জামে মসজিদ কমিটি ও এলাকার মুসল্লিরা। টানা ৩৫ বছর একই মসজিদে ইমামতির দায়িত্ব থেকে বিদায়বেলায় হাফেজ মাওলানা গোলাম কিবরিয়াকে নগদ ১৫ লাখ টাকা ও নানা উপহারসামগ্রী দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
আলহাজ হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া মাত্র ২৭ বছর বয়সে এই এলাকায় এসে ইমামতি ও এলাকার মক্তবে পড়ানো শুরু করেন। প্রায় তিন যুগ ধরে মসজিদে ইমামের কাজ করার পর ৬২ বছর বয়সে গত ১ জানুয়ারি অবসর নেন। তাঁর এই অবসরকে অবিস্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় এক বর্ণাঢ়্য অনুষ্ঠানের।
অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক জনাব সাব্বির হান্নান বলেন, ‘উনি টানা ৩৫ বছর আমাদের মসজিদে ইমামতি করেছেন। একজন ইমামের কতই বা বেতন। বিদায়বেলায় আমাদের মনে হলো- ইমাম সাহেবকে যথাযথ সম্মান দেওয়া উচিত। এ কারণেই মসজিদ কমিটি ও এলাকাবাসী সবাই মিলে এই উদ্যোগ নিয়েছি।’
সম্মানিত ইমাম সাহেবের গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার চরবাটা গ্রামে। তাঁর পিতার নাম আলহাজ হাফেজ সোলায়মান রাহ.। সংবর্ধিত সম্মানিত ইমাম ছাহেব তিন ছেলে ও তিন মেয়ের বাবা।
মহান আল্লাহ এ আলেমেদ্বীনকে শারীরিক সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন। আমীন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.