মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান,মাদক এবং নারী ও শিশু পাচার প্রতিরোধসহ সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উকসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সীমান্তে নিরাপত্তা জোরদার, শান্তিপূর্ণ সহাবস্থান, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষ্যে এই পতাকা বৈঠক আয়োজন করা হয় বলে জানিয়েছে বিজিবি।পতাকা বৈঠকে ১১ সদস্যবিশিষ্ট বিজিবি দলের নেতৃত্ব দেন বিজিবি-১৭ নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল আহসান। ভারতের পক্ষে ১৫ সদস্যবিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন হাসনাবাদ ১১৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাজেশ কুমার ত্রিপাঠী।
পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আগামী দিনগুলোতে উভয় দেশের সীমান্তে যাতে শান্তি বজায় থাকে এবং আন্তসীমান্ত সমস্যাগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদও ব্যক্ত করা হয়। এ ছাড়া বৈঠকে সীমান্ত চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার প্রসঙ্গও স্থান পায়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.