রিয়াজুল ইসলাম রিয়াজ,জেলা প্রতিনিধি নাটোরঃ বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ গত ৫ জানুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশ আর্মি
ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর সিন্ডিকেট রুমে সকাল
সাড়ে এগারোটায় বাউয়েট এর সাথে পিপীলিকা সফটওয়্যার কোম্পানির সাথে সমঝোতা চুক্তি
স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল
(অব.) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তাগণ বলেন, ‘বর্তমান প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে
বাউয়েট সব সময় কাজ করে যাচ্ছে। এই সফটওয়্যার অটোম্যাশনের সুফল সকল শিক্ষার্থী, শিক্ষক
এবং কর্মকর্তাগণ বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।
সকাল সাড়ে এগারোটায় বাউয়েট এর সিন্ডিকেট রুমে বাউয়েট এর সাথে পিপীলিকা
কোম্পানির সহযোগিতায় সফটওয়্যার ইন্টিগ্রেটেড এ্যডুকেসন ম্যানেজমেন্ট সিস্টেম-এর
সফটওয়্যার চালুর জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা চুক্তিতে বাউয়েট এর পক্ষে
ট্রেজারার কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অবঃ) এবং পিপীলিকা সফটওয়্যারের পক্ষে
চেয়ারম্যান এবং চিফ টেকনোলজি অফিসার হুমায়ুন কবির পাভেল স্বাক্ষর করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন,
ইইই বিভাগের প্রধান, ইসিই এবং বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. কাজী খায়রুল
ইসলাম, আইন ও বিচার বিভাগের প্রধান এবং আইন অনুষদের ডিন, ড. মোঃ শহীদুল ইসলাম,
বিভিন্ন বিভাগের প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, কর্মকর্তাগন এবং
পিপীলিকা সফটওয়্যার কোম্পানির সিনিয়ার সফট্ধসঢ়;ওয়ার ইঞ্জিনিয়ার মহিতোষ প্রামানিক ও
ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সার্ব তত্ত্বাবধানে ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড
ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.