কানাইঘাট প্রতিনিধিঃ (স্বাধীন বাবু) যশোরের জনপ্রিয় সংগীত কারিগর সুজন সুহৃদ।সুজন সুহৃদ নামটি যশোর সহ বাংলাদেশের মানুষের কাছে অনেক পরিচিত নাম।তিনি সুস্থ ধারার সংগীত চর্চা করেন। তিনি একজন সফল মিউজিক কম্পোজার। তিনি মিউজিক ষ্টুডিও গড়ে তুলেছেন ওএআর।
তিনি অবহেলিত শিল্পীদের কে সর্বাত্মক সহযোগিতা করেন। সংগীত কে তিনি নেশাও পেশা হিসেবে জীবনের সাথে মানিয়ে নিয়েছেন এবং
তার মেধার সাক্ষর রেখে চলেছেন
বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে।
তার মিউজিক কম্পোজিশনে অনেক গান করেছেন ক্লোজ আপ তারকা মোল্লা বাবু।
আর বি এইচ আকাশের কথা সুর ও কন্ঠে সুজন সুহৃদের মিউজিক কম্পোজিশনে "তোর মনের ভিতর আঁকা ছবি"গানটির মিউজিক ভিডিও ১৩৮ মিলিয়ন শ্রোতার ভালবাসায় সিক্ত হয়েছে।
স্বাধীন বাবুর কথা সুর ও কন্ঠে "কেন তুমি জাতির পিতা"এ্যালবামের ৮টি গান মিউজিক কম্পোজিশন করেছেন। তাছাড়া রুদ্র পংকজ মোস্তফা কামাল বিপ্লব ও সাইফুল ইসলাম সহ আরো অনেকের গানের মিউজিক কম্পোজ করেছেন।তিনি সব সময় নতুনদের কে সুযোগ দিয়ে থাকেন। তার মেধায় তুলে আনছেন অনেক প্রতিভাবান কন্ঠশিল্পী।,যারা বাংলাদেশে সংগীতে উওর উওর তাদের মেধার সাক্ষর রাখবেন। তিনি তার সংগীত যুদ্ধ চালিয়ে যাবেন থাকবেন সুস্থ ধারার সংগীতে অবিচল তিনি সকলের আর্শীবাদ চেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.