আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ নিজেকে ইসলামের পথে পরিচালনা করতে , এবং আলোকিত সমাজ গড়তে আত্মশুদ্ধি ছাড়া সম্ভব না। আগে নিজেকে শুধরাতে হবে, তারপর সমাজ, তারপর রাষ্ট্র। ইবাদতের পূর্বশর্ত আত্মশুদ্ধি করা, যার মধ্য দিয়ে অহংকার, হিংসা এবং আমিত্ব দূর হয়।
বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় আয়োজিত চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠের তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এর আজ ৬ই জানুয়ারি ২০২৩ দ্বিতীয় দিনে জুমার পূর্বে বয়ান পেশ করেন মুজাহিদ কমিটির আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
উক্ত মাহফিলে আরো বয়ান পেশ করেন, চট্টগ্রাম জামেয়া দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক মাওলানা আজিজুল হক আল মাদানী, বিশিষ্ট ইসলামি স্কলার, ডক্টর আ ফ মা খালিদ হোসাইন, ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা, মাওলানা রেজাউল করিম আবরার, কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা মুফতি সাঈদ আহমদ, চট্টগ্রাম সেগুনবাগান মাদ্রাসার পরিচালক, মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব প্রমুখ।
ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের মাহফিল গত পাঁচই জানুয়ারি ২০২৩ বাদ জোহর আরম্ভ হয়। আগামী ৮ ই জানুয়ারি বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।