উজ্জ্বল কুমার দাস,কচুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে আওয়ামীলীগ সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
৭ জানুয়ারি(শনিবার) আনুমানিক সকাল ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনা স্থল থেকে আহত অবস্থায় হাসপাতে নেওয়ার পরে মোজাহার মোল্লা(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়।নিহত মোজাহার মোল্লা আলীপুর গ্রামের মৃত জোনাব আলী মোল্লার ছেলে।
এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানাযায়,গজালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ও নিহত মোজাহার মোল্লার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ গ্রুপের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কোন কিছু টের পাওয়ার আগেই পূর্বপরিকল্পনা অনুযায়ী সকাল আনুমানিক ৯ টার দিকে দেশীয় অস্ত্র দা,সরকি সহ ভাঙ্গা ইটের সুরকী নিয়ে কমপক্ষে শতাধিক মানুষ তাদের উপর আক্রমণ চালায়।এসময় একাধিক বাড়িঘর ভাংচুর করা হয় তাদের ঠেকাতে গেলে অনেকেই আহত হয়।মারাত্মক জখম অবস্থায় মোজাহার মোল্লাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,এ ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের নেতৃত্বে ছিলেন একই গ্রামের মৃত আবুয়ালের ছেলে মহিদুল ইসলাম(২৮),ছালাম শেখের ছেলে তুহিন শেখ(২৬),গঞ্জের আলী শেখের ছেলে মিজান শেখ(২৬),নজরুল শেখের ছেলে রাসেল শেখ(২৭), মৃত সাখোয়াত শেখের ছেলে লোকসার শেখ(২৬)।এদিন হামলায় নেতৃত্ব দেওয়া তাদের সাথে থাকা অন্যদের মুখে গামছা দিয়ে ঢাকা ছিল।এরা সকলেই আওয়ামীলীগ সমর্থিত বলে জানা গেছে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে দুই গ্রুপের সাথে বিরোধ চলমান ছিল আর এর ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পিতভাবে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।ঘটনায় একজন নিহত হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ পর্যন্ত এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.