নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-৫-সিপিসি -১’র চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দলের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রী কলেজ এর উত্তর পার্শ্বে সাইকেল গ্যারেজ এর সামনে আমগাছের নিচে ফাঁকা জায়গায় কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ- অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ৮ জানুয়ারি (রবিবার) রাত এগারোটায় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র্যাব-৫ -সিপিসি-১ রাজশাহীর একটি অপারেশন দল অভিযান চালিয়ে ২ টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন,১০ রাউন্ড গুলি, ১ টি মোটরসাইকেল, ২ টি মোবাইল ফোন ৩ টি সিমকার্ড সহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামীঃ ১.মোঃ দেলোয়ার হোসেন ওরফে মিলন(২৬)পিতা মোঃ রেজাউল করিম,মাতা মোছাঃ গুলশানারা বেগম, সাং হড়গ্রাম গুলজারবাগ, ও ২. আসামি মোঃ সুজন (২৬) পিতা- মৃত মোত্তালেব,মাতা শিরিনা বেগম,সাং আদারিয়া পাড়া,
উভয়ের থানা কাশিয়াডাঙ্গা,জেলা রাজশাহী।
র্যাব জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ বিদেশি পিস্তল ক্রয়-বিক্রয় করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি রা অস্ত্র ব্যবসায়ী।তারা অবৈধ অস্ত্র ক্রয়ের জন্য রাজশাহী হতে শিবগঞ্জে আসলে র্যাবের চৌকষ একটি দলের অভিযানে অস্ত্র লেনদেনের সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
র্যাব-৫সিপিসি-১'র এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার সকাল এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব আরও বলেন এ ধরণের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান সচল রেখে সন্ত্রাস মুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-৫-সিপিসি-১ বদ্ধপরিকর।
র্যাব-৫-সিপিসি-১ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.