মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ "শতভাগ ভর্তির হার জাতির অহংকার, আপনার সন্তানের বয়স হলে ছয় ভর্তি কর বিদ্যালয় এবং ছেলে মেয়ে বিভেদ নাই চল সবাই স্কুলে যাই" এসব স্লোগানে ৯ জানুয়ারি ঈদগাঁওর জালালাবাদে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে।
ভর্তির হার বৃদ্ধি উপলক্ষে কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় তাদের ক্যাচমেনট এলাকায় এ রেলির আয়োজন করে।
ব্যতিক্রমধর্মী এ রেলিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে দুপুর আড়াইটায় উদ্বোধন করা হয়। কর্মসূচি শুরুর পূর্বে দিক-নির্দেশনা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
রেলির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর মোহাম্মদ, শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছুরুত আলম, সাংবাদিক মোজাম্মেল হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ নূর, মোস্তফা হেলালী, সেলিম উল্লাহ, তানিম, শিক্ষিকা সহ সংশ্লিষ্টরা।
রেলিটি ঈদগাঁও- চৌফলদন্ডি সড়ক হয়ে উত্তর, দক্ষিণ ও মধ্যম মাইজ পাড়া ঘুরে বঙ্কিম বাজার ও ছাতি পাড়া প্রদক্ষিণ শেষে বিদ্যালয় আঙ্গিনায় এসে শেষ হয়।
এতে এসএমসি, পিটিএ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অচিরেই অত্র বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হবে। এলক্ষ্যে সংশ্লিষ্ট উপ-কমিটি কার্যক্রম ও প্রক্রিয়া শুরু করেছে। আশা করছি প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ মহতি আয়োজন আলোর মুখ দেখবে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর মোঃ জানান, বিদ্যালয়ের কর্মরত শিক্ষক-শিক্ষিকারা বিশ্ব নাগরিক গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছেন।
পিটিএ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন জানায়, এলাকায় এ বিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে। সচেতন অভিভাবকরা তাদের প্রিয় সন্তান-সন্ততিদের এ বিদ্যালয়ে ভর্তি করিয়ে আশ্বস্ত থাকতে পারবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.