সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে দেশের প্রাচীনতম বীজ কোম্পানি এ আর মালিক সীডস্ কোম্পানির উচ্চ ফলনশীল র্যানমি জাতের আলু বীজের সম্প্রসারণে প্রদর্শনী প্লট পরিদর্শন ও কৃষকদের র্যানমি জাতের আলু উৎপাদনে উৎসাহ প্রদান এবং উৎপাদিত আলু রপ্তানি করতে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসম্বর (মঙ্গলবার ) রাণীশংকৈল উপজেলার ভরনিয়া বিন্দলবাড়ী লক্ষীর হাটে মাঠ দিবস অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিডি, ডিএই খামার বাড়ি ঠাকুরগাঁও ডঃ মোঃ আব্দুল আজিজ বিশেষ অতিথি, এডিডি, ঠাকুরগাঁও, কৃষিবিদ আলমগীর কবির, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। উপ-সহকারী কৃষি অফিসার বাদশা আলমগীর
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির কোঅর্ডিনেটর মার্কেট ডেভেলপমেন্ট পরিতোষ গোষ্বামী, প্রভাষক শরিফুল ইসলাম লালমনিরহাট আলু রপ্তানি কারক এরিয়া ম্যানেজার সেলস, ডিস্ট্রিবিউশন রুবেল আহমেদ, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার আল মুনতাকিম, টিএসও তাপস কুমা রাণীশংকৈল বীজ ডিলার রায়হান প্রমুখ।
অনুষ্ঠানের উপস্থিত কৃষকরা বলেন এই জাতের আলু চাষে তারা লাভবান হচ্ছে একর প্রতি প্রতিফলন প্রায় ১৪ টন স্বল্প সময়ে আলু চাষে দামও ভালো পাওয়া যায় আলু চাষী প্রায় ২৭০-২৮০ জন সহ অনুষ্ঠানে ওই অঞ্চলের প্রায় ৪ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কোম্পানির এরিয়া ম্যানেজার লুৎফর রহমান
জানা গেছে, ১৯৬৯ সাল থেকে সারা দেশে সুনামের সাথে এই সীড ব্যবসা করে আসছে এ আর মালিক সীড কোম্পানি। ঠাকুরগাঁওয়ে জেলা সহ সারাদেশের প্রত্যন্ত এলাকায় কৃষকদের মাঝে লিড ফার্মার দল গঠনের মাধ্যমে ভালো জাতের বীজ ব্যবহার পরামর্শ দেন কৃষকরা জানান, এই সীডের গুণগতমান অন্যান্য সীডের তুলনায় অনেক ভাল।