মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ ঈদগাঁওতে দুঃস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো আল- আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। শরিয়া ভিত্তিক পরিচালিত বেসরকারি খাতের এ বাণিজ্যিক ব্যাংকটির উদ্যোগে শীতার্তদের বিতরণ করা হয়েছে তিন শতাধিক কম্বল। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর)
আওতায় প্রতিষ্ঠান অভ্যন্তরে স্থানীয় গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে
এ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ঈদগাঁও শাখার ম্যানেজার মোহাম্মদ জাফর আলম। একই শাখার দ্বিতীয় কর্মকর্তা (ম্যানেজার অপারেশন) মুহিবুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক এমইউপি আলহাজ্ব মোঃ ইলিয়াস। আমন্ত্রিতদের মধ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন পোকখালি এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ নুরুল আমিন ও ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন, রশিদনগর বড় ধলিরছড়ার ব্যবসায়ী হাজী ফরিদুল আলম, খুটাখালীর লবণ ব্যবসায়ী অলি উল্লাহ, ঈদগাঁও প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়ন সহ রশিদ নগর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
আমন্ত্রিত অতিথিবৃন্দ ব্যাংকের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতে আরো বেশি সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
প্রতি উত্তরে সভাপতি তার বক্তব্যে বলেন, 'সর্বদাই শরিয়া' এ নীতি মেনে পরিচালিত
এ ব্যাংকটি এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তা করা সহ সামাজিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
ব্যাংক কর্মকর্তাদের মতে, বর্তমানে সাধারণ ব্যাংকিং সেবার পাশাপাশি এ ব্যাংকে মোবাইল ব্যাংকিং 'হ্যালো ক্যাশ', ইসলামিক ক্রেডিট কার্ড 'লা রাইবা', ডেবিট কার্ড, এজেন্ট ব্যাংকিং সহ অন্যান্য সেবাও দেয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.