মোঃ হামিদুল ইসলাম,রাজারহাট,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ইঞ্জিন চালিত আলু বোঝাই ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সাথে সংঘর্ষে একজন মর্মান্তিক হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা রংপুর ও কুড়িগ্রামে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার ( ১১ জানুয়ারি) সকালে জেলার রাজারহাট-তিস্তা সড়কের ঘোড়ামারা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লুৎফর রহমান (৪৫)। তিনি উলিপুর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা। এবং ওই ট্রলির হেলপার ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে রাজারহাট- তিস্তা সড়কের ঘোড়ামারা ব্রীজ এলাকায় আলু বোঝাই একটি ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হাড়িয়ে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলির হেলপার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এলাকাবাসী।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহহীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ট্রলির একজন হেলপার নিহত হয়েছে, আহত হয়েছে তিনজন। আহতরা রংপুর ও কুড়িগ্রামে চিকিৎসাধীন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.