স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ ** বাংলাদেশে শীতের প্রভাব বেড়েছে। নিম্নবিত্ত এবং অসহায় মানুষ শীতে দারুন কষ্ট পাচ্ছে। ঠিক এই সময় মানবিক সংগঠন “ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন” এই প্রচন্ড শীতে কিছুটা উষ্ণতা প্রলেপ দিতে শীতের সমস্যাগ্রস্হ
কিছু মানুষকে কম্বল বিতরণের পরিকল্পনা করেছে। তারই অংশ হিসাবে গোপালগঞ্জ সদরে BMS ক্যাম্পাসে কম্বল বিতরণের প্রথম পর্ব উদ্বোধন করলেন সংগঠনের সভাপতি যোসেফ ডি’কস্তা এবং সাধারণ সম্পাদক মার্ক রায়।
গোপালগঞ্জ খ্রিস্টান ফেলোশিপ এর সাধারণ সম্পাদক এবং কার্য নির্বাহী সদস্য- বিশ্ব মুক্তিবানী সংস্থার সিমিয়ন হাজরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী মিসেস প্রণতী ক্রুশ, উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রয়, গোপালগঞ্জ ৩ নং ওয়ার্ড কমিশনার মোল্লা রনি হোসেন,৫ নং ওয়ার্ড কমিশনার এবং গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ,বিশ্ব মুক্তিবাণী সংস্হার এক্সিকিউটিভ ডিরেক্টর সলোমান অপু বাড়ৈ সহ অন্যান্যরা।
কম্বল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সম্পাদক মার্ক রায় বলেন মানবতার দায়বদ্ধতা থেকেই আমাদের মানুষের পাশে দাঁড়নো। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান প্রবাসে বসে যারা বাংলাদেশের মানুষের কথা ভাবছে তাদেরকে। তিনি বিশেষভাব ধন্যবাদ দেন
সংগঠনের সভাপতি যোসেফ ডি কস্তা, প্রচার সম্পাদক পঙ্কজ গমেজ, লিন্ডা গনসালভেজ, বিভাস বাড়ই,টুটুল ভিনসেন্ট গমেজ ,জলি ডায়েস, ববিতা বাউমগার্টনার, সিমশন আদি বিশ্বাস,জেমস জুয়েল বিশ্বাস,বিমল এস ক্রূশ,লাভলী বিশ্বাস ও গোপাল দা,লিওনার্ড এল রোজারিও, লাভলী মেরী,পারুল দাস সহ অন্যান্য মানবিক মানুষদের। সভাপতি তার বক্তব্যে এই মানবিক কর্মযজ্ঞে সার্বিক সহযোগিতা করারর জন্য সিমিয়ন হাজরা সহ সকলকে বিশেষ ধন্যবাদ জানান। উপস্থিত অতিথি বৃন্দ এবং জনপ্রতিনিধিরা ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সম্মানিত সভাপতি,সাধারণ সম্পাদকসহ সকলের মঙ্গল কামনা করেন। এবং এই মানবিক কাজের জন্য ভুয়াসি প্রশংসা করেন। কম্বল বিতরণের পূর্বে আলোচনা সভার সভাপতি সিমিয়ন হাজরার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।