লাললমনিরহাট জেলা প্রতিনিধিঃ লাললমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাঠিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া চরে বালুমহল বন্ধের দাবীতে স্থানীয় কৃষকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে স্থানীয় কৃষকদের আয়োজনে উত্তর পারুলিয়া চরে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চর এলাকার বাসীন্দা হাজারও কৃষক অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল আলম সাদাত। স্থানীয় কৃষকদের মধ্যে হুমায়ুন কবির, মনিরুজ্জামান, দেবাশীষ রায়, জাদু মিয়া, শফিকুল ইসলাম, ইব্রাহীম ও দেলোয়ার হোসেন।
বক্তাগন বলেন, এখানে আমাদের অনেকের বসতভিটে রয়েছে। আমরা ২৫/২৫ বছর যাবত এই চরে বসবাস করে আসছি। এছাড়া তিস্তা নদী এখান থেকে পশ্চিম দিকে প্রায় ৬/৭ কিঃমিঃ দূরে সরে গেছে, জেগে উঠা চরে ভুট্টা, মরিচ, পিঁয়াজ, আলু, রসুনসহ নানাবিধ ফসল ফলানো হয়। যা দিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে রয়েছি । কিন্তু ওই জমিতে বালুমহল করা হলে আমরা পথে বসে যাবো। ১৯৪০ ও ১৯৬২ সালের রেকর্ড মূলে ওই জমির মালিক আমরা। কিন্তু তথ্য ভুল করে স্থানীয় প্রশাসন ১৯৯০ সালের রেকর্ডে ১নং খাস খতিয়ানভুক্ত করেছেন বলে দাবীকরে। ওই জমিতে বালুমহল করার জন্য জরিপ করে উপর মহলে পত্র দিয়েছেন। আমরা এই বালু মহল প্রক্রিয়া বন্ধ ও রেকর্ড সংশোধনের দাবী করছি।
হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) লোকমান হোসেন বলেন, বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে বি আর এসে খাস খতিয়ানভুক্ত তিস্তার চরাঞ্চলের কয়েকটি স্থানে বালুমহল করার প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে স্থানীয় কৃষকদের আপত্তি থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.