মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ প্রতিবছরের ন্যায় এবার ও আজ ১৫ জানুয়ারি থেকে সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গায় ৫দিনব্যাপি জমকালো আয়োজনের মধ্যেদিয়ে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শুরু হচ্ছে ঝাউডাঙ্গা মহাশ্মশান কালীপূজা ও পৌষ সংক্রান্তি মেলা। ঝাউডাঙ্গা মহাশ্মশান মন্দির কমিটির সার্বিক সহযোগিতায় শ্রীশ্রী কালীপূজা ও পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গন নতুন সাজে সাজানো হয়েছে।
ঝাউডাঙ্গা মহাশ্মশান মন্দির ও পৌষ সংক্রান্তি মেলা কমিটির সভাপতি অমেরন্দ্র নাথ ঘোষ ও সাধারন সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানান, মাতৃপূজার মধ্য দিয়ে আজ রবিবার থেকে ৫দিন ব্যাপী মহা ধুম-ধামের সাথে শুরু হবে পৌষ সংক্রান্তি উৎসব। এ উৎসব উপলক্ষ্যে ১৫ জানুয়ারি রবিবার সকাল ১১টায় ঝাউডাঙ্গা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুর ১২টার পর শুরু হবে শ্মশান কালীপূজা ও প্রসাদ বিতরণ। সন্ধ্যা ৬টায় ভাগবত আলোচনা ও অতিথি আলোচনা সভা। ১৬ জানুয়ারি সোমবার দুপুর ১টায় পদাবলী কীর্তন ও আনন্দ বাজার।
সন্ধা ৬টায় আলোচনা সভা ও রাত ৮টায় অনুষ্ঠিত হবে সামাজিক যাত্রাপালা ‘সংসার পেলোনা বধু’। ১৭ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধা ৬টায় আলোচনা সভা ও রাত ৮টায় অনুষ্ঠিত হবে সামাজিক যাত্রাপালা ‘ভিক্ষারীনি মা’। ১৮ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় আলোচনা সভা ও রাত ৮টায় ধর্মীয় যাত্রাপালা মঞ্চস্ত হবে ‘মহারাজা হরিস চন্দ্র’। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। উক্ত উৎসবানুষ্ঠান সার্থক করতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজন কমিটি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.