এম এ হানিফ রানা,স্টাফ রিপোর্টারঃ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণের বিশ্ব ইজতেমা। প্রতিবারের মতো এবারও গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় মুসলমানদের বৃহৎ এই ধর্মীয় বিশ্ব ইজতেমা। আজ রবিবার ১৫ জানুয়ারি ২০২৩ ইং সকাল ৯টা ৫৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১০টা ২০ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত এবং বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইলের সুরা সদস্য ক্বারি মোহাম্মদ জোবায়ের।
মোনাজাতের সময় যে যেখানে দাঁড়িয়ে বা বসেছিলেন সেখান থেকে হাত তোলেন আল্লাহর দরবারে। মোবাইল ফোনে ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের আরও কোটি মানুষ একসঙ্গে হাত তোলেন আল্লাহর দরবারে।
মোনাজাতরে সময় টঙ্গি তুরাগ তীরসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা ‘আমিন, আল্লাহুম্মা আমিন' ধ্বনিতে মুখতির হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ হাত তুলে আকুতি জানান।
এর আগে, মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর থেকে ময়দানমুখী মুসল্লিদের ঢল নামে।
ফজর নামাজের পর থেকে বয়ান শুরু হয়। বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তার বয়ানের পরই হেদায়েতি বয়ানের পর মাওলানা ইবরাহিম দেওলা হেদায়েতি বয়ান করেন। তার বয়ানের পর আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের সুরা সদস্য ক্বারি মোহাম্মদ জোবায়ের।
শুক্রবার সকালে বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নিয়েছেন তাবলিগ জামাতে জুবায়েরপন্থী হিসেবে পরিচিতরা। এরপর ২০ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ওই পর্বে অংশ নেবেন সাদ কান্ধলভির অনুসারীরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.