রেজওয়ানুল ইসলাম রনিঃ রাজধানীর জুরাইনে প্রতিনিয়ত রেলগেট মোর এলাকা জুড়ে সৃষ্টি হচ্ছে যানজটের। এ মোরের বাস ও বিভিন্ন ধরনের যানবাহন স্ট্যান্ড করে রাখা হচ্ছে। তবে দীর্ঘদিন ধরেই জুরাইনে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে আসছে রাইদা পরিবহন। শহরের প্রাণকেন্দ্র জুরাইন রেলগেট মোড়ে ও জুরাইন-দয়াগন্জ রোডের প্রবেশ মুখের সামনে রাইদা পরিবহনের বাস দীর্ঘক্ষণ স্ট্যান্ড করিয়ে যাত্রী উঠানো হচ্ছে। অথচ এর পাশেই অবস্থিত ট্রাফিক পুলিশের বক্স। যে কারণে অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেই চলছে রাইদার নৈরাজ্য। জানা গেছে, প্রতিদিই এ অঞ্চলের প্রাণকেন্দ্র জুরাইন রেলগেট মোড়ের কয়েকটি স্পটে একাধিক বাস দীর্ঘক্ষণ স্ট্যান্ড করিয়ে যাত্রী উঠায়। ৫ থেকে ১০ মিনিট পর দু- তিনটি করে বাস এসে যখন পিছনে দাঁড়িয়েছে তখনই পূর্বের থেকে দাঁড়ানো বাসটি সামনের দিকে যাচ্ছে। তারপর আবারও পরবর্তী বাসটি দাঁড়িয়ে আছে। এতে করে সারাক্ষণ রাইদা পরিবহনের দু-চার টি করে বাস দাঁড়িয়েই আছে। শুধু যে জুরাইন মোড়ে এমনটা তা নয়।
পোস্তগোলা থেকে জুরাইন আসার ব্রীজের ডালে পার্কিং থেকে ছেড়ে আসলেও জুরাইন বাজারের প্রবেশ মুখে সিটি করপোরেশনের মার্কেটের সামনে দাঁড়িয়ে যাত্রী উঠায়। সেখান থেকে রেল লাইন পার হয়ে জুরাইন টাওয়ারের সামনে ১০ মিনিটের অধিক সময় দাঁড়িয়ে আবারও সালাউদ্দিন পাম্পের পাশে দাঁড়িয়ে থাকে। এতে করে ঢাকা-মাওয়া রোডের জুরাইনের এ অংশে, জুরাইন-দয়াগন্জ রাস্তা মুখে, বিক্রমপুর প্লাজার সামনের সড়কেও সব সময় যানজট সৃষ্টি হয়। চলাচলের জন্য রাইদা পরিবহনের পরিবহনের ৬০টি বাসের অনুমোদন নেয়া হলেও চলছে ৮০ থেকে ৯০টি বাস। বাসগুলোর বেশীরভাগেরই ফিটনেস নেই। কিন্তু তারপরেও থেমে নেই অবৈধ চলাচল। নিয়মনীতির কোন তোয়াক্কা না করেই জুরাইন থেকে উত্তরা পর্যন্ত চলাচল করছে রাইদা পরিবহন নামের এ বাস কোম্পানী। বিশেষ করে পোস্তগোলা বীজের ডালে জূরাইনের প্রবেশ মুখে রোডের একপাশে একজন জনপ্রতিনিধির শেল্টারে সড়ক দখল করে সেখানে বাসস্ট্যান্ড গড়ে তুলেছে রাইদা পরিবহনের বাসগুলো।
এর সাথে পরিবহন মাফিয়ার নৈরাজ্যও দেখা যাচ্ছে আগের রূপে। যত্রতত্র বাস রেখে এ অঞ্চল জুড়ে যানজট সৃষ্টি করা সেই রাইদা পরিবহন আবারও তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে ট্রাফিক পুলিশ কিংবা প্রশাসনের পক্ষ থেকেও কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। সাধারণ মানুষের প্রশ্ন কেন জুরাইন থেকে রাঈদার অবৈধ স্ট্যান্ড সরানো যাচ্ছে না? কেন রাইদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? রাইদা বাসের জন্য প্রশাসনের দুর্বলতা কোথায়?
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.