জৈন্তাপুর,সিলেটঃ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে জৈন্তাপুর সহ সিলেটের বিভিন্ন উপজেলায় শীত বস্ত্র বিতরণ অব্যাহত রাখছে ইবনে সিনা হাসপাতাল লি: সিলেট।
গত ১৫ জানুয়ারী ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান(এইচ এম সি) মাওলানা হাবিবুর রহমান হাসপাতালের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উপজেলা ভিত্তিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গত ১৭ জানুয়ারী মঙ্গলবার জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় হাসপাতালের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক ডা: মোদাব্বির হোসাইন, শিক্ষাবিদ আনোয়ার হোসেন খান, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন, ইবনে সিনা হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার ও কর্পোরেট ইনচার্জ শাহেদ আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) ও ইবনে সিনা মীরগঞ্জ শাখার ইনচার্জ মুহা.নজরুল ইসলাম মারুফ, এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) বদরুল হক, মার্কেটিং অফিসার নাজমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ,জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সমাজসেবী কিবরিয়া হোসেন, ইউপি সদস্য হুমায়ুন কবির খান,ফখরুল ইসলাম, সমাজসেবী আবুল হাসিম, এনামুল হক,জসিম উদ্দিন। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গুয়াবাড়ি এলাকার অসহায় হতদারিদ্র শতাধিক এবং চিকনাগুল পানিচরা এলাকায় ৫০ টি গোয়াইনঘাট পূর্ব আলীর গাঁও শতাধিক পরিবারের মধ্যে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়েক্রমে
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পক্ষ থেকে সিলেট অন্যান্য উপজেলা সহ সিলেট বিভাগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.