এসকে এম হুমায়ুন,বাগেরহাট প্রতিনিধিঃ কচুয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি(মঙ্গলবার)বাগেরহাটের কচুয়ায় সরকারি সি.এস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সকালে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ মেহেদী মান্না, প্রধান শিক্ষক মোছাঃ মুনিয়া সুলতানা।
এছাড়াও কচুয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মেহেদী মান্না। তিনি পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। এছাড়াও পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠার জন্য বই পড়ার উপর গুরুত্বরোপ করেন।উদ্বুদ্ধকরণ কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র কর্মপরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন বিশ্বসাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার আব্দুলাহ মুহাম্মদ কুরাইশী।বিশ্বসাহিত্য কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ নাজমুল হাসানের সঞ্চালনে অনুষ্ঠিত কর্মশালার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ তাছমিনা খাতুন বলেন, কর্মসূচীর দ্বারা শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি পাঠ দক্ষতার ব্যপারেও গুরুত্ব বাড়বে।অনুষ্ঠান থেকে উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.