মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ দেশের ভোজ্যতেলের চাহিদা ১৫ লক্ষ মেট্রিক টন।চাহিদা পুরুণ করতে প্রতি বছর ৩০ হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা খরচ করে ভোজ্যতেলের আমদানি করতে হয়। দেশের প্রধান তেলজাতীয় ফসল সরিসা। বারি সরিসা-১৪ উচ্চ ফলনশীলও স্বল্প মেয়াদী ফসল। বীজের রং হলুদ হওয়ায় অন্য বীজের তুলনায় ৩-৪ ভাগ তেল বেশি পাওয়া যায়। এবছর পতিত ২শত একর জমিতে বারি সরিসা-১৪ চাষ হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী সরিসা ক্ষেতে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন ।
বারি সরিসা-১৪ জাতের উৎপাদনশীলতা ও উৎপাদন প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রপ্ত কর্মকর্তা অলিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর তেলবীজ গবেষণা কেন্দ্রের উর্ধতম বৈজ্ঞানিক কর্মকর্তা ড, রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র সাহা, মোঃ শিহাব উদ্দীন খাঁন, উপসহকারি কৃষি কর্মকর্তা মইনুল হোসেন, প্রনাব কুমার বিশ্বাস, ইউপি সদস্য মতিউর রহমান তুহিন, গোলাম হোসেন প্রমুখ ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.